আপনার বাবা-মা অথবা আত্মীয় স্বজনের জানাযায় দাঁড়িয়ে আপনি কি জানাযার দোয়া পড়তে পেরেছিলেন, না-কি বোবার মত দাঁড়িয়ে ছিলেন? তাহলে আপনার মৃত্যুর পরে আপনার সন্তানও কি ……………? আপনার মৃত বাবার গোসল কি আপনি করাতে পেরেছিলেন? আপনার গোসলও কি আপনার সন্তান অন্য কাউকে দিয়ে করাবে? আপনার অন্তিম সময়ে আপনার আদরের সন্তান পাশে বসে কালিমার তালকীন ও কুরআন তিলাওয়াত কি করতে পারবে? প্লে থেকে অনার্স লেভেল পর্যন্ত ইসলামের এসব মৌলিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে আপনার আদরের সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মের মৌলিক বিষয়গুলো শেখার সুযোগ দিন। আপনার মৃত্যুর পরে যেন সে নিজেই আপনার জানাযায় নামাজ পড়ানো সহ কোরআন খতম করে দোয়া করতে পারে। আপনার সন্তানই যেন হয় আপনার জান্নাতে যাবার অবলম্বন। “আয় খোদা দয়াময় আমার বাবার তরেতে যেন গো বেস্ত নসীব হয়”