বেশির ভাগ অভিভাবকবৃন্দ সিদ্ধান্তহীনতায় ভোগেন তার আদরের সন্তানকে কোথায় ভর্তি করাবেন। কোনটি তার সন্তানের উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান। ধর্মহীন শিক্ষা যেমন সন্তানকে খোদাদ্রোহী বানায় তেমনিভাবে পিতা মাতার অবাধ্যও বানায়। আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা যেন ধর্মহীন না হয়। আপনার সন্তানের ইংরেজি ও বাংলা কবিতা হোক- Allah is one & Has no more Partner or son ~~~~ মা আমায় পড়তে দাও, পড়ব আমি সব প্রভুর নামে পড়তে হবে বলেন আমায় রব অর্থহীন কবিতা আর নয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার হোয়াতে কোন বাধা নেই । ইসলামের দাবী হল ধর্মের মৌলিক জ্ঞান অর্জন করা।